১। দিশা দ্বিগুণ বৃদ্ধি স্কীম : DESHA Double Benefit Scheme (DDBS)
ক) দ্বিগুণ বৃদ্ধি স্কীমে জমার পরিমান হবে যথাক্রমে ১০,০০০/-, ২০,০০০/-, ৩০,০০০/-, ৪০,০০০/-, ৫০,০০০/-, ১০০,০০০/- টাকা ও ১০০,০০০/- টাকার সরল গুণিতক; তবে একটি স্কীম সর্বোচ্চ ১০,০০,০০০/- টাকার ঊর্ধ্বে হবে না।
খ) সংস্থার যে কোন সদস্য এক নামে একাধিক স্কীম খুলতে পারবেন।
গ) দিশা দ্বিগুণ বৃদ্ধি স্কীমের মেয়াদ হবে ৭ (সাত) বছর।
ঘ) এই স্কীমের আওতায় কেউ উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখলে মেয়াদান্তে লভ্যাংশসহ মোট দ্বিগুণ পরিমান অর্থ ফেরত পাবেন।
ঙ) নির্দিষ্ট মেয়াদ পূর্তির পূর্বে অত্র হিসাবটি বন্ধ করলে টাকা উত্তোলনের ক্ষেত্রে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
সময়কাল
|
লভ্যাংশসহ মোট টাকা
|
১ বছর পূর্ণ না হলে
|
নিজস্ব জমাকৃত অর্থ + ০% লভ্যাংশ
|
১ বছর হতে ৩ বছরের নীচে
|
নিজস্ব জমাকৃত অর্থ + ৮% লভ্যাংশ
|
৩ বছর হতে ৫ বছরের নীচে
|
নিজস্ব জমাকৃত অর্থ + ৯% লভ্যাংশ
|
৫ বছর হতে ৭ বছরের নীচে
|
নিজস্ব জমাকৃত অর্থ + ৯.৫% লভ্যাংশ
|
শর্তাবলী
১। স্কীমটি খোলার সময় হিসাব পরিচালনাকারী এক বা একাধিক নমিনী মনোনীত করতে পারবেন। নমিনী মনোনীত করার ক্ষেত্রে হিসাব পরিচালনাকারী কর্তৃক সত্যায়িত নমিনী বা নমিনীগণের ১ (এক) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অবশ্যই আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। কোন কারণে নমিনী মনোনীত না করলে আইনানুগভাবে নমিনী মনোনীত হবে।
২। হিসাব পরিচালনাকারীর মৃত্যু ঘটলে তাঁর মনোনীত নমিনী স্কীমটির প্রাপ্য সমূদয় অর্থ প্রাপ্তির অধিকারী হবেন। তবে এক্ষেত্রে হিসাব পরিচালনাকারীর মৃত্যু সংক্রান্ত উপযুক্ত সাক্ষ্য প্রমাণ জমা করতে হবে। নমিনী অপ্রাপ্ত বয়স্ক হলে তার বৈধ অভিভাবক হেফাজতকারী হিসেবে প্রাপ্য অর্থ গ্রহণ করতে পারবেন।
৩। নির্দিষ্ট মেয়াদের মধ্যে হিসাব পরিচালনাকারীর নমিনীর মৃত্যু ঘটলে অথবা কোন কারণবশতঃ নমিনী পরিবর্তন করতে চাইলে লিখিত আবেদনের মাধ্যমে নমিনী পরিবর্তন করা যাবে। এক্ষেত্রে হিসাব পরিচালনাকারী কর্তৃক সত্যায়িত নমিনী বা নমিনীগণের ১ (এক) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অবশ্যই আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।
৪। মেয়াদ পূর্তির পূর্বে হিসাব পরিচালনাকারীর মৃত্যু ঘটলে স্কীমটি স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। প্রাপ্য অর্থ নমিনী অথবা বৈধ অভিভাবককে প্রদান করা হবে।
৫। নির্দিষ্ট মেয়াদের মধ্যে হিসাব পরিচালনাকারীর নমিনীর মৃত্যু ঘটলে এবং নতুন নমিনী পরিবর্তন করার পূর্বেই হিসাব পরিচালনাকারীর মৃত্যু ঘটলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উত্তরাধিকার আইন মোতাবেক প্রাপ্য অর্থ বন্টিত হবে।
৬। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন সময়ে উপরোক্ত এক বা একাধিক নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, সংযোজন, বিয়োজন করার অধিকার সংরক্ষণ করেন।
৭। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে অথবা কোন পূর্ববর্তী নোটিশ প্রদান ব্যতিরেকেই যে কোন সময় এই স্কীমটি বন্ধ করে দেওয়ার অধিকার সংরক্ষণ করেন। তবে সেক্ষেত্রে হিসাব পরিচালনাকারীগণ জমাকৃত অর্থ ও নীতিমালা মোতাবেক প্রাপ্য লভ্যাংশ ফেরত পাওয়ার অধিকার রাখেন।
|